বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ওয়ানস্টপ সার্ভিস চালু: সালমান এফ রহমান

0000স্টকমার্কেটবিডি ডেস্ক :

মেঘনা ইকোনমিক জোনে অস্ট্রেলিয়ার একটি কোম্পানির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ‘বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে। যাতে বিনিয়োগকারীরা একসঙ্গে গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা ও রাস্তাঘাটসহ যাবতীয় সুবিধা ভোগ করতে পারে। এসব সুবিধা দেওয়ার কারণে অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

সোমবার বেলা ১২টায় নারায়ণগঞ্জের মেঘনা ইকোনমিক জোনের ত্রিবদী এলাকায় অস্ট্রেলিয়ার টিআইসি ম্যানুফ্যাকচার (এক্সেসোরিজ) কোম্পানির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেঘনা ইকোনমিক জোনে অস্ট্রেলিয়ার টিআইসি গ্রুপ ও প্যাক্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিআইসি ম্যানুফ্যকচারিং লিমিটেডের পরিচালক মি. মার্ক গেনডুর সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বেজার সদস্য ও অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ঢাকা মেট্রোপলিটান চেম্বার অব কমার্সের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির ও বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা সম্পাদক রুপালী চৌধুরিসহ অনেকে।

সালমান এফ রহমান বলেন,‘সরকারের বিভিন্ন উদ্যোগ ও দেশে রাজনেতিক স্থিতিশীলতা বাজায় থাকার কারণে একের পর এক বিনিয়োগ হচ্ছে। সরকার বেজার মাধ্যমে মেঘনা গ্রুপকে ইকোনমিক জোন করার অনুমিতি দিয়েছেন বলেই আজ বিদেশি বিনিয়োগ হয়েছে।’

তিনি আরও বলেন,‘মেঘনা গ্রুপ মাত্র আড়াই বছরের মধ্যে ইকোনমিক জোনটি ডেভলাপ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মেঘনা গ্রুপের মতো এক শ’র বেশি ইকোনমিক জোন করার উদ্যোগ নিয়েছেন। চট্রগ্রামের মীরসরাইয়ে প্রায় ৩০ হাজার একর জমির ওপর ইকোনমিক জোন করা হচ্ছে। সেখানে অনেক বেশি বিদেশি বিনিয়োগ হবে। মেঘনা ইকোনমিক জোনে বিদেশি বিনিয়োগ দেখে অন্য দেশের উদ্যোগক্তারা বিনিয়োগে আগ্রহী হবে। এছাড়াও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার দেশে বিদেশে বিনিয়োগ বাড়ছে।’

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন,‘অস্ট্রেলিয়ার পাশাপাশি জাপান, জার্মান ও সুইজারল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ মেঘনা ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে। এরমধ্যে জাপানের একটি কোম্পানি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ৫ মিলিয়ন ডলার জমা দিয়েছে। তাদের ও আমাদের টেকনিশিয়ান যৌথভাবে কাজ করছে। এছাড়াও একটি জার্মান কোম্পানির সঙ্গে বিনিয়োগের বিষয়টি চুক্তির পর্যায়ে আছে।

অস্ট্রেলিয়ার টিআইসি গ্রুপের পরিচালক মি. মার্ক গেনডুর বলেন,‘টিআইসি বিশ্বের ১৫টি দেশে কাজ করছে। টিআইসি এখানে উৎপাদিত প্লাস্টিকের গার্মেন্টস হ্যাংগার বিশ্ববিখ্যাত গার্মেন্টস রিটেইলারদের কাছে সরবরাহ করবে। ধীরে ধীরে এ ইউনিট সম্প্রসারিত করা হবে। এই কোম্পানিতে ৫ হাজার বেশি লোক কাজ করতে পারবে।’সূত্র : অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *