বিদেশ ফেরত ৮৩ শ্রমিককে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না : হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ শ্রমিককে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দু’জনসহ মোট ৮৩ শ্রমিকের মুক্তি চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগ্যান।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে গ্রেফতার ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দু’জনসহ মোট ৮৩ শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওইদিন সকালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের গ্রেফতার দেখায় পুলিশ। তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকীন বলেছিলেন, এসব প্রবাসীরা সংশ্লিষ্ট দেশগুলোতে গিয়ে অপরাধে জড়িয়েছিলেন। সেজন্য সেখানে তারা গ্রেফতার হন। করোনার কারণে তাদের বাংলাদেশে আটক অবস্থায় ফেরত পাঠানো হয়েছিল। এজন্য চাইলেই পুলিশ তাদের ছেড়ে দিতে পারে না। তাই ওই ৮৩ জনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *