বিদ্যুৎ না থাকায় সংসদে দিনের কার্যক্রম স্থগিত

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

সংসদ ভবনে একঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় দিনের সব কার্যক্রম স্থগিত করে সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। আজ বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। কিন্তু অধিবেশন শুরু হতে না হতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

এরপর জেনারেটর দিয়ে অধিবেশনের কার্যক্রম অব্যাহত রাখা হয়। এ পর্যায়ে অধিবেশনের সভাপতির দায়িত্ব সগ্রহণ করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। কিন্তু দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সংসদ ভবনের ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং সাউন্ড সিস্টেমের কার্যক্রমে ত্রুটি দেখা দেয়। ফলে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনিবার্য কারণ দেখিয়ে সংসদের দিনের কার্যক্রম স্থগিত করে অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের প্রশ্নোত্তর চলাকালেই ডেপুটি স্পিকার ঘোষণা দেন অনিবার্য কারণ বশত সংসদের আজকের কার্যক্রম স্থগিত করা হলো। সংসদ সচিবালয় জানিয়েছে এধরণের ঘটনা বিরল। অতীতে এরকম হয়েছে কি না জানা নেই।। বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *