বিদ্যুৎ প্রকল্প স্থাপনের খবরে বেড়েছে শাশা ডেনিমসের দর

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের বিদ্যুৎ প্রকল্প স্থাপনের খবরে শেয়ারটির দর বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছে কর্তপক্ষ। কোম্পানিটির নিকট মূল্য সংবেদনশীল তথ্য জানতে চাইলে ডিএসইকে এ তথ্য জানানো হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

কোম্পানিটি জানায়, সম্প্রতি শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। তবে আমরা বিনিয়োগকারীদের নিকট বিদ্যুৎ প্রকল্পের বিষয়টি অবগত করতে চাই।

কোম্পানিটি আরও জানায়, এনার্জি পাওয়ার কর্পোরেশন লিমিটেড শাশা ডেনিমসের একটি সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানিটি এক্সেল ইনফ্রাস্ট্রাকসার লিমিটেডের অধীনে একটি টেন্ডারে অংশগ্রহণ করেছে। এনার্জি পাওয়ার লিমিটেডকে বাগেরহাটে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে দরপত্র পাওয়ায় প্রাথমিকভাবে পুরস্কার দেওয়া হয়।

কিন্তু এ বিষয়ে কোম্পানিটি এখনও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কোনো ধরণের অনুমোদন পায়নি।

সম্প্রতি কোম্পানির শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে আজ বুধবার সহযোগী প্রতিষ্ঠানের বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার জানিয়ে কোম্পানিটি। তবে এ তথ্যকে মূল্য সংবেদনশীল তথ্য নয় বলে জানায় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *