বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ওয়েবসাইট চালু

indiaস্টকমার্কেট ডেস্ক :

প্রতারক কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম (সিআইএস) ঠেকাতে অন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সঙ্গে যৌথ উদ্যোগে একটি ওয়েবসাইট চালু করেছে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা, যেখানে সাধারণ বিনিয়োগকারীরা কোনো সিআইএসের উদ্যোক্তাদের নিবন্ধন যাচাইয়ের পাশাপাশি অভিযোগও করতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোয় সাধারণ মানুষকে অস্বাভাবিক মুনাফার লোভ দেখিয়ে শেষ পর্যন্ত তাদের পুঁজি নিয়ে গায়েব হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ভারতে। পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারি এর মধ্যে সবচেয়ে বড়। ১৭ লাখের বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে ২ হাজার কোটি রুপির বেশি হাতিয়ে নেয় প্রতারক তহবিলটির অসত্ উদ্যোক্তারা। গেল মাসে সাড়ে ৫০০-এর বেশি মামলা নথিভুক্ত করেছে সেবি।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতারণার ফাঁদ থেকে বাঁচাতে বৃহস্পতিবার নতুন ওয়েবসাইটটি চালু করে আরবিআই ও সেবি। এ বিষয়ে ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় কমিটি এসএলসিসি (স্টেট লেভেল কো-অর্ডিনেশন কমিটি) আগামী দিনগুলোয় আরো সক্রিয় হবে।

সাইট উদ্বোধনী অনুষ্ঠানে আরবিআই গভর্নর রঘুরাম রাজন বিনিয়োগকারীদের অস্বাভাবিক মুনাফার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশ্বের নানা প্রান্ত থেকে ই-মেইলে আসা লোভনীয় বিনিয়োগ প্রস্তাবগুলোর ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ তার।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *