বিমানের উন্নয়নে মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী

mahbub-aliস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমানের উন্নয়নে মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশের সেবা বিশ্বমানের। বিমানের পাইলটরা বিশ্বের মধ্যে অন্যতম। প্রতিনিয়ত বিমানে যুক্ত হচ্ছে নতুন নতুন বহর। আরও বেশকিছু বহর অপেক্ষায় রয়েছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনব্যাপী ‘এশিয়া-প্যাসিফিক রিজিওনাল মিটিং-২০২৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের সব বিমানবন্দরকে ঢেলে সাজানোর কাজ চলছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের কাজ চলছে।
ক্যাপাসিটি বিল্ডাপসহ বিমানে প্রতিনিয়ত নতুন নতুন বহর যুক্ত হচ্ছে।

কক্সবাজারে নতুন টার্মিনাল নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ চলমান রয়েছে। তিনি বলেন, দেশের সব বিমানবন্দরকে আরও আধুনিক করার কাজ চলমান রয়েছে। অত্যাধুনিক হবে দেশের সব বিমানবন্দর।

বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যাক নেকসকার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক হোসেন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *