বিমান বাংলাদেশ ও সাউদিয়ার ফ্লাইটে যাত্রী পরিবহনসীমা শিথিল

113202Untitled-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরার টিকেট সংকটের মধ্যে বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী পরিবহনের সর্বোচ্চ সীমা শিথিল করা হয়েছে।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনের জন্য অপেক্ষমাণ বাংলাদেশিদের দুরবস্থা নিরসনে ফ্লাইটে যাত্রী বহনের সর্বোচ্চ সীমা (প্রশস্ত বিমানের জন্য ২৬০, অপ্রশস্ত বিমানের জন্য ১৪০) ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের ক্ষেত্রে ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করার গ্রহণ করেছে।

এক্ষেত্রে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে বিধি শিথিলের সুযোগ নিয়ে বিমান সংস্থা দুটি অপেক্ষমান যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে বেবিচক।

সৌদি আরব ফিরে যাওয়ার টিকেট পাওয়া নিয়ে হাজার হাজার প্রবাসীরা ভোগান্তিতে রয়েছেন। টিকেটের জন্য তারা প্রতিদিন বিমান ও সাউদিয়ার কার্যালয়ে ভিড় করছেন। টিকেট না পেয়ে তারা বিক্ষোভ দেখিয়ে পুলিশের লাঠিপেটার শিকারও হয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *