বিশ্বের সর্ববৃহৎ গাড়ির কারখানা বন্ধ ঘোষণা

00000স্টকমার্কেটবিডি ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই তাদের উৎপাদন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। করোনাভাইরাসের কারণে চীন থেকে যন্ত্রাংশ না আসায় প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

গত শুক্রবার কোম্পানিটি এর কারখানা বন্ধের ঘোষণা দেয়। ২৫ হাজার শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। তবে এসময়ে শ্রমিকদের আংশিক বেতন দেবে বলে জানিয়েছে হুন্দাই।
হুন্দাইয়ের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বিশ্লেষকরা। এর প্রভাব সারা বিশ্বে পড়বে বলে জানিয়েছেন তারা। শুধু তাই নয়, কারখানা বন্ধ রাখার কারণে হুন্দাই অবর্ণণীয় আর্থিক ক্ষতিতে পড়বে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, কারখানা বন্ধ থাকার কারণে হুন্দাইয়ের যে আর্থিক লোকসান হবে তা রীতিমতো বিস্ময়কর হবে। এক হিসাবে দেখা গেছে, যদি পাঁচ দিনও কারখানাটি বন্ধ থাকে, তাহলে এর জন্য ৬০০ বিলিয়ন ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) বা ৫০০ মিলিয়ন ইউএস ডলার লোকসান গুনতে হবে হুন্দাইকে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *