‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’র উদ্বোধন সন্ধ্যায়

INvestor-week-bg-2010021046স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

“বাংলাদেশের উন্নয়নে শেয়ারবাজারের ভূমিকা” এই স্লোগান নিয়ে প্রতি বছরের মতো এবারও ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত উদযাপন করা হবে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’। এই দিবসটি কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তবে করোনাভাইরাসের কারণে এবার দিবসটির কর্মসূচি ভার্চুয়ালি অয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও প্রধানমন্ত্রীর বেসরকারিখাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এতে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আর অনুষ্ঠানের কী নোট পাঠ করবেন বিএসইসির সদস্য মিজানুর রহমান।

অনুষ্ঠানে যারা অংশ নিতে চান তাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য এই লিংক https://bdren.zoom.us/j/69264790320 প্রবেশ করতে রেজিস্ট্রেশন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *