বুধবার থেকে রাজধানীতে জাতীয় এসএমই পণ্য মেলা

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাটজাত থেকে ডিজিটাল দুনিয়ার প্রযুক্তি পণ্যের বিশাল সমাহার নিয়ে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা।

রাজধানী ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশনে নয়দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের এসএমই মেলায় সারাদেশের ২৯৬জন এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের উৎপাদিত দেশীয় পণ্যসামগ্রী প্রদর্শনী ও বিক্রি করবেন। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী ও বাকি ১০১ জন পুরুষ রয়েছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান যে বাড়ছে সেটিও এসএমই মেলার মাধ্যমে তুলে ধরা হবে।

সোমবার রাজধানীর পান্থপথে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ‘জাতীয় এসএমই পণ্য মেলা ২০২০’ শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন অষ্টমবারের মতো এ মেলার আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মেলার বিস্তারিত তুলে ধরে শিল্পমন্ত্রী জানান, বুধবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এবারের মেলায় সারাদেশের ২৯৬টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৩০৯টি স্টলে থাকবে। এসব স্টলে উদ্যোক্তাদের নিজেদের তৈরি দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হবে।

তিনি বলেন, মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য প্রদর্শন করা হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃত দেয়ার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন কর্তৃক পুরুষ ও নারী ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২০ প্রদান করা হবে। এছাড়া মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দুজন নারী ও তিনজন পুরুষ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। বিজয়ী উদ্যোক্তারা পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, ট্রফি ও সার্টিফিকেট পাবেন। নয় দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং সবার জন্য তা উন্মুক্ত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

– See more at:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *