বুধবার মোবাইল লেনদেন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইল লেনদেন বুধবার শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ওই দিন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা।

রবিবার ডিএসই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, মোবাইল লেনদেন ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে চালুর কথা থাকলেও অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। এখন সিকিউরিটিজ হাউজগুলোর নতুন ব্রাঞ্চ খোলার অনুমতি নেই। মোবাইল ট্রেডিং চালু করা হলে দূরের বিনিয়োগকারীরা ট্রেড করতে পারবেন।

তিনি বলেন, মোবাইলে লেনদেনের ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো চার্জ ধরা হচ্ছে না। তবে কয়েক মাস পরে চার্জ নেওয়া হবে। কত নেওয়া হবে সেটা পরে জানানো হবে।

সিকিউরিটিজ হাউজগুলোর মাধ্যমে মোবাইল লেনদেন করতে হবে জানিয়ে স্বপন বালা বলেন, এর মধ্যে ২৩৪ ব্রোকারেজ হাউজকে ডিএসই প্রশিক্ষণ দিয়েছে। মোবাইল অপারেটর ‘রবি’র গ্রাহকরা লেনদেন চলাকালীন মোবাইলে ফ্রি ডাটা সার্ভিস পাবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিএসই চিফ রেগুলেটরি অফিসার জিয়াউল হাসান খান ও প্রধান অর্থ কর্মকর্তা আবুল মতিন পাটোওয়ারিসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *