বুড়িগঙ্গায় ক্যাবল কার নির্মাণ করবে সরকার : নসরুল হামিদ

ooooooooooস্টকমার্কেটবিডি ডেস্ক :

বুড়িগঙ্গা নদীতে যাত্রী ও পণ্য পরিবহনে ক্যাবল কার নির্মাণ করবে সরকার। ফলে বুড়িগঙ্গার এপাশের পুরান ঢাকা ও কেরানীগঞ্জবাসীর যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন হবে।’

রবিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে এ কথা জানান।

বুড়িগঙ্গার উপর দিয়ে ক্যাবল কার নির্মিত হলে নদীর উপর চাপ অনেকটা কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশী ক্যাবল কারে চড়ে বুড়িগঙ্গার সৌন্দর্য অবলোকন করা যাবে।

এ ব্যাপারে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান বলেন, বুড়িগঙ্গার উপর দিয়ে ক্যাবল কার নির্মাণ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এতে বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনা কমে যাবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে বুড়িগঙ্গা নদী তার প্রাণ ফিরে পাবে। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *