বেতন দাবিতে গাজীপুরে একাধিক গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ

122747garments-labour-processionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শতভাগ বেতন ভাতার দাবিতে গাজীপুরের একাধিক গার্মেন্টস কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও শ্রমিক অসন্তোষ রয়েই গেছে। সৃষ্ট পরিস্থিতিতে নগরীর কাশিমপুরে ডিবিএল গ্রুপের একটি গার্মেন্টে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, লকডাউন চলাকালে যেসকল কারখানা বন্ধ ছিল, সেখানে শ্রমিকদের বেতনের ৬০ শতাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সে বিষয়েই শ্রমিকরা বিক্ষোভ করেছে।

সূত্র জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরের বারেন্ডা এলাকায় অবস্থিত ডিবিএল (দুলাল ব্রাদার্স লিমিটেড) গ্রুপের জিন্নাত গার্মেন্ট। সেখানে প্রায় ১৩ হাজার শ্রমিক কাজ করেন। শতভাগ বেতনভাতা দাবি করে গত কয়েকদিন ধরে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করছিলেন। একপর্যায়ে তারা কারখানার সামনে অবস্থান নেন।

সরকারি সিদ্ধান্তের বাইরে দাবি মেনে নিতে কতৃপক্ষ অপারগতা জানালে উত্তেজিত কিছু শ্রমিক কারখানায় হামলা চালান। পুলিশ আন্দোলনরতদের বুঝিয়ে বিকেলে সরিয়ে দেয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানায় দুদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, একই দাবিতে সোমবার সকালে কোনাবাড়ি এলাকায় বে-ফুটওয়্যার কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।

এছাড়াও কালিয়াকৈরের পল্লী বিদ্যুত এলাকার একটি নিটিং এন্ড ডায়িং পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকাল হতে বিকেল পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *