বেসিক ব্যাংক দুর্নীতি মামলার সব তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার সব তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। মামলাগুলোর সব নথি নিয়ে আগামী ৩০ মে বুধবার তাদের হাজির হতে বলেছেন আদালত।

আজ বুধবার (২৩ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদব) আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘বেসিক ব্যাংকের অন্তত ৫৬ মামলার মধ্যে কয়েক মামলার আসামি ফজলুস সোবহান, শিপার আহমেদসহ কয়েক জনের জামিন শুনানিতে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা সৈয়দ ইকবালসহ সব মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী বুধবার (৩০ মে) হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।’

এর ফলে ওইসব তদন্তকারী কর্মকর্তাদের মামলাগুলোর নথিসহ নির্ধারিত দিনে আদালতে হাজির হতে হবে বলেও তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *