ব্যাংকগুলো শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করতে পারবে : বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওতে সরাসরি বিনিয়োগ অথবা সাবসিডিয়ারি কোম্পানিতে ঋণ প্রদানের মাধ্যমে এই বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে অধিকাংশ ব্যাংকের অগ্রিম ও আমানতের অনুপাত নির্ধারিত মাত্রা অপেক্ষা কম। এছাড়া এসএলআর সংরক্ষনের পরে অতিরিক্ত তারল্য রয়েছে। এসব ব্যাংকের জন্য আইনী সীমার মধ্য থেকে শেয়ারবাজারে মৌলভিত্তি সম্পন্ন শেয়ার ও ইউনিটে বিনিয়োগের যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় শেয়ারবাজারে ব্যাংকগুলো নিজস্ব পোর্টফোলিওতে সরাসরি বিনিয়োগ অথবা সাবসিডিয়ারি কোম্পানিতে ঋণ প্রদানের মাধ্যমে তারল্য সরবরাহ বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে। যা গতিশীল শেয়ারবাজার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *