ব্যাংকিং থাত কেন্দ্রিক শেয়ারবাজার : বাড়ছে বিনিয়োগকারীদের ঝোঁক

bankনিজস্ব প্রতিবেদক :

দেশের পুরো শেয়ারবাজার ব্যাংকিং থাত কেন্দ্রিক হয়ে পড়ছে। বিনিয়োগকারীদের বড় অংশ ঝুঁকে পড়েছেন ব্যাংকের শেয়ার কেনাকাটায়। যাদের হাতে নগদ অর্থ নেই, তারা অন্য শেয়ার বিক্রি করে কিনছেন ব্যাংকের শেয়ার। এমন তথ্য দিয়েছেন বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা।

এতে প্রতিদিনই বাড়ছে ব্যাংকের শেয়ার দর ও লেনদেন। এ কারণে বেশিরভাগ শেয়ারের দর কমার পরও সূচকে তার প্রভাব নেই। গতকাল বুধবারও ঘুরেফিরে ব্যাংকের শেয়ারের দাপটের চিত্র দেখা গেছে বাজারে।

বাজার-সংশ্লিষ্টরা জানান, গত দেড় মাস ধরে উল্লেখযোগ্য দরবৃদ্ধির পর অনেক শেয়ারের দর সংশোধন (অনেকটা বৃদ্ধির পর শেয়ার দর কিছুটা হ্রাস) অত্যাবশ্যক হয়ে পড়েছে। তবে ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধির কারণে তা হচ্ছে না।

আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সব সূচকের ওঠানামা দিয়েই বাজারের উত্থান-পতন মূল্যায়ন করে। বাজার সূচক বৃদ্ধি পাওয়ায় সকলেই বাজারকে ঊর্ধ্বমুখী বলে ধরে নিচ্ছেন। ব্যাংক খাতের কোম্পানিগুলোর বাজার মূলধন বেশি হওয়ায় সূচকে এর ইতিবাচক প্রভাব বেশি। যদিও কয়েকদিন ধরে অন্য খাতের অনেক শেয়ারের দর কমছে।

ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের এতো আগ্রহের বিষয়ে জানতে চাইলে বাজার-সংশ্লিষ্টরা জানান, আর্থিক হিসাব বছর শেষে ব্যাংক খাতের কোম্পানিগুলোর আসন্ন লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে এ খাতে আগ্রহ বাড়ছে।

কয়েক বছরে কয়েকটি ব্যাংকের বড় ঋণ কেলেঙ্কারি এবং খেলাপির নেতিবাচক প্রভাব ছিল পুরো ব্যাংক খাতে। এ কারণে ব্যাংকগুলোর শেয়ার দর অনেকটাই কমেছিল। সেখান থেকে ব্যাংকগুলো কিছুটা দর ফিরে পাচ্ছে। তবে টানা বৃদ্ধির পর এ খাতের শেয়ার দরেও কিছু সংশোধন আসন্ন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *