ব্যাংকে টাকা অবশ্যই আছে, তবে লুটে খাওয়ার টাকা নেই: প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই বলেন যে ব্যাংক খাতে টাকা নেই। ব্যাংকে টাকা থাকবে না কেন? অবশ্যই টাকা আছে। তবে লুটে খাওয়ার টাকা নেই।

জাতীয় সংসদে আজ সোমবার ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট, সম্পূরক বাজেটের মঞ্জুরি দাবি ও দায়যুক্ত ব্যয় নির্দিষ্টকরণ সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল তিনটায় এ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা টাকা লুট করে নিয়ে গেছে, তাদের আমরা চিনি। সময় এলে এ বিষয়ে আরও আলোচনা করব। অনেকে দুর্নীতির দায়ে আটকা পড়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন এ বাজেট কিছুই না। আমার প্রশ্ন, বাজেট যদি সঠিক না হবে ১০ বছরে বাংলাদেশ এত উন্নতি করল কীভাবে? কেউ কেউ এও বলছেন যে এ বাজেট বাস্তবায়ন হবে না।’

বাজেট বাস্তবায়নে সতর্ক থাকার কারণেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে বলেই উচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারছি। অযথা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। কাজ না করলে দারিদ্র্যের হার এত নেমে আসত না। এ হার আরও নামাব।’

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *