ব্যাংক ধর্মঘট নিয়ে আতংকে ভারতের বিনিয়োগকারীরা

sensexস্টকমার্কেট ডেস্ক :

ব্যাংক কর্মচারি ইউনিয়নের ডাকে ভারত জুড়ে চলছে ব্যাংক ধর্মঘট। ধর্মঘটে শামিল হয়েছেন সরকারি-বেসরকারি সকল ব্যাংক কর্মকর্তা-কর্মচারিরা। এই ধর্মঘটের  নেতিবাচক প্রভাব দেশের শেয়ারবাজারেও পড়তে পারে বলে আতংকে আছেন দেশটির বিনিয়োগকারীরা।

বেতন বৃদ্ধির দাবিতে গত ১২ নভেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং দাবি মানা না হলে পর্যায়ক্রমে অঞ্চল ভিত্তিত্তে ধর্মঘটের ঘোষনা দেওয়া হয়। গতকাল পুরো পশ্চিম ভারত জুড়ে ধর্মঘটের পর আজ পুর্ব ভারত জূড়ে ধর্মঘট পালিত হচ্ছে।

এদিকে ব্যাংকিং কার্যক্রম মারাত্তকভাবে ব্যহত হওয়ায় শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তারল্য সংকট দেখা দিয়েছে বাজারে।

বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে লেনদেন ব্যাপক ভাবে কমতে পারে যা ভারতের শেয়ার বাজারে চলমান উর্দ্ধমুখী সুচকের ধারাকে ব্যহত করবে।
ফলে লোকসানের সম্মুখীন হতে পারেন সাধারন বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *