ব্যাংক হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে শমরিতা হসপিটাল

samaritaস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য নগদ লভ্যাংশের টাকা পাঠিয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারির ৮ তারিখে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠায়। আগেই শেয়ারহোল্ডাদের বিও হিসাবে স্টক লভ্যাংশ পাঠিয়ে দেয়া হয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ হিসাব বছরে শমরিতা হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৫৬ পয়সা।

২০১৫ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫৫ টাকা ৯৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *