ব্রোকার হাউজে ঈদের আমেজ : বিনিয়োগকারীদের উপস্থিতি কম

houseনিজস্ব প্রতিবেদক :

ঈদের ছুটি শেষে দেশের উভয় শেয়ারবাজারে ৯ দিনের ছুটি পরবর্তী প্রথম দিনের লেনদেনে রাজধানীর ব্রোকারেজ হাউজে উপস্থতি বিনিয়োগকারীদের মধ্যে ছিলো ঈদের আমেজ।

সরেজমিনে দেখা যায়, রবিবার সকালে হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল তুলনামুলক কম। আর যারা হাউজে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস উত্থান প্রবণতায় লেনদেন শেষ হওয়াতে বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থার কাছে বিনিয়োগকারীদের স্বার্থে এ ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন।

বিনিয়োগকারী মোঃ একরাম হোসনে বলেন, প্রতি ঈদের পরই বাজার একটু ভাল থাকে। তারপর আবার পতনের ধারায় চলে যায়। যেহেতু বর্তমান বাজার এখন পর্যন্ত অস্থিতিশীল তাই যেকোন উপায়ে সূচকের উর্ধ্বগতি বজায় রাখা প্রয়োজন। তা না হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আবারো ক্ষতির সম্মুখিন হবে।

বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজার ভাল থাকায় এবারের ঈদ পরবিার পরিজন নিয়ে অনেকটা আনন্দে কেটেছে। বাজার পরিস্থিতি যাতে এরকম ভালো থাকে সে লক্ষ্যে সরকার ও নীতিনির্ধারকদের সচেষ্ট হতে হবে।

স্টকমার্কেটবিডি.কম /এনএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *