ব্লকে ১৬ কোম্পানির ৪২ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে কোম্পানিটির ৮৮ লাখ ৪ হাজার ৪৬৯টি শেয়ার ৩৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪২ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির মোট ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ২০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মুন্নু জুট স্টাফলার্সের।

এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার, বাটা সু’র ১১ লাখ ৯০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪ কোটি ৫২ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৬ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৫০ হাজার টাকার, ফরচুন সুজের ৩৭ লাখ ৪০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬৭ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৩২ লাখ ১৯ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৪২ লাখ ২০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫০ লাখ ৭২ হাজার টাকার এবং ইউনিয়ন ক্যাপিটালের ৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *