ব্লক মার্কেটে আবারো গ্রামীন ফোন

gramnনিজস্ব প্রতিবেদক :

ব্লক মার্কেটে গতকালের মতো আজ বুধবারও ছিল গ্রামীন ফোনের প্রভাব। এদিন গ্রামীণফোনের ১৪ কোটি ৫১ লাখ টাকার ও ইউনিক হোটেল ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন মোট ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১৯ লাখ ৬৯ হাজার ৫৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৬৫ লাখ টাকা। গ্রামীণফোন ও ইউনিক হোটেল ৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।

সিটি ব্যাংক ২ লাখ ৬১ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭১ লাখ টাকা।

ডিবিএইচ ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, সিভিও পেট্রো, জেনারেশন নেক্সট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টিল ও জাহিন স্পিনিং।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *