ব্লক মার্কেটে ১৩ কোম্পানির লেনদেন ৫৬ কোটি টাকা

blockস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬৪ লাখ ৮০ হাজার ৭১৩টি শেয়ার ২২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৬ কোটি ১৬ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৮০ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৬২ লাখ ৬১ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫২ লাখ ৬০ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬ লাখ ৬০ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ২৭ লাখ ১৬ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৬৫ লাখ ৩৮ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৭ লাখ ৩৮ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩৯ লাখ ২২ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ২৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *