ব্লক মার্কেটে ৬৯ কোটি টাকার লেনদেন : শীর্ষে ডরিন পাওয়ার

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ব্লক মার্কেটে লেনদেন অংশ নেয় ১৭ কোম্পানির ৮৮ লাখ ৪৮ হাজার ৪০৪টি শেয়ার ৭১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৮ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সবচেয় বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের। কোম্পানিটির ২৩ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ লাখ ৬৬ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১০ লাখ ৮ হাজার টাকার, বৃটিশ আমেরিকান টোবাকোর ১৮ লাখ ২৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার, ফরচুন সুজের ১৩ লাখ ৩০ হাজার টাকার, জনতা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৩৫ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪০ লাখ ৯১ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫৯ লাখ ৯৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২০ লাখ ৭০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১ কোটি ২৫ লাখ টাকার, সায়হাম কটনের ১১ লাখ ৪৮ হাজার টাকার, সুহৃদের ৫ কোটি ৪৬ লাখ টাকার এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *