ব্লক মার্কেট জুড়ে গ্রামীন ফোন

grameenনিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীন ফোনের। মোট ৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকার লেনদেনে এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ৬ কোটি টাকার।

আজ মঙ্গলবার ৪ কোম্পানির মোট ৩ লাখ ৪৬ হাজার ৫১২টি শেয়ার ৪ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৩০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৯ লাখ ৩২ হাজার টাকা। ইস্টার্ণ ব্যাংকের ১ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩০ লাখ ১০ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হল: ব্র্যাক ব্যাংক, ইস্টার্ ব্যাংক, গ্রামীন ফোন এবং রংপুর ফাউন্ড্রিং লিমিটেড। ডিএসই সূত্রে জানা যায়।

আর গ্রামীন ফোনের ২ লাখ ৮ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা। আর রংপুর ফাউন্ডিংয়ের ৮ হাজার ৫২১টি শেয়ার ১ বার লেনদেন হয় যার বাজার দর ১১ লাখ ৭৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *