ভারতের ‘ক্যাশলেস’ ভিসা সার্ভিসের উদ্বোধন

ddস্টকমার্কেট ডেস্ক :

নগরীতে বুধবার ভারতীয় ‘ক্যাশলেস’ ভিসা সার্ভিসের উদ্বোধন করায় বাংলাদেশ এখন থেকে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে ভারতীয় ভিসা প্রসেসিং ফি জমা দিতে পারবে।

সফররত ভারতীয় অর্থ ও কর্পোরেট মন্ত্রী অরুন জেটলি নগরীর একটি হোটেলে এই সার্ভিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী এএমএ মুহিতও উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, ঢাকার শ্যামলীতে ও সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) এই অনলাইন সার্ভিস উদ্বোধন করা হয়।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশীদের যারা ভারত সফর করতে চায় তাদের জন্য এই ক্যাশলেস ভিসা সার্ভিস চালু করেছে। ১২টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সবক’টিতেই অনলাইনে ভিসা ফি জমা দেয়া যাবে।

বছরে ১৪ লাখ লোক ভারত সফর করে উল্লেখ করে অরুন জেটলি বলেন, ‘দুদেশের সরকার ও জনগণের মধ্যে চমৎকার সহযোগিতা এবং সমঝোতা রয়েছে।’

অনুষ্ঠানে ভারতীয় এক্সিম ব্যাংকের ঢাকা অফিসও উদ্বোধন করা হয়। এ সময় ভারতীয় স্টেট ব্যাংকের এমডি বি. শ্রীরাম ও ভারতের এক্সিম ব্যাংকের এমডি ডেভিড রাসকুইনহা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *