ভারতের শেয়ারবাজারে সেনসেক্সের নতুন রেকর্ড

sensexস্টকমার্কেট ডেস্ক :

ভারতের শেয়ারবাজারে সেনসেক্সে নতুন রেকর্ড হয়েছে। এই সূচকটি গতকাল প্রথমবারের মতো ২৮ হাজার অতিক্রম করেছে।

ভারতের শেয়ারবাজারে চলছে একের পর এক রেকর্ড ভাঙা আর রেকর্ড গড়ার লেনদেন। অতীতের সব রেকর্ড ভেঙে গত সপ্তাহে ২৮,০২৭ পয়েন্টের মাইল ফলক স্পর্শ করে ভারতের শেয়ারবাজার রড় সূচক সেনেসক্স।

নিকির রেষ যেতে না যেতেই বুধবার নতুন রেকর্ড গড়ল সেনসেক্স। এদিন Sensex শেয়ার ইন্ডেক্স ৯৮.৮৪ পয়েন্ট (০.৩৫ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ২৮,১২৬.৪৮ পয়েন্টে।

এদিন মোট লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে AXIS BANK (৩.১৯%) , DLF ২.২৩৫), AMBUJA CEM(১.৮৪) , KOTAK BANK(১.৮০%) , BAJAJ-AUTO (১.৭৮%)… অন্যদিকে দাম কমেছে POWER GRID(৩.১২%),CIPLA(২.৮৬%)TATA POWER(২.৭৩%)TATA STEEL(২.৫৬%) NTPC(২.৪৩%)।

সুত্র- দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *