ভারতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

sensexস্টকমার্কেট ডেস্ক :

গত মাসেই অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ২৮ হাজারে পৌঁছেছিল ভারতের সেনসেক্স সূচক। তবে চলতি সপ্তাহের প্রথম দুই দি্নেই বড় ধরনের পতন ঘটেছে। ফলে আবারো ২৭ হাজারে নেমে এসেছে সূচক। এমতাবস্থায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

গতকাল মুম্বাইয়ে ‘ভবিষ্যত বিনিয়োগ ও অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে আলোচনায় শেয়ার বাজারে বিনিয়োগকারিদের সতর্ক হবার পরামর্শ দেন বক্তারা।

আলোচনায় অংশ নিয়ে শেয়ার বাজার বিশ্লেষক ড.আরুন কুমার যাদব বলেন অনেকটা অস্বাভিক হারে বাজারে সূচক বেড়েছে, অনেক লগ্নিকারিই শুধুমাত্র সুচক বিবেচনা করেই তাদের মুলধন বাজারে ঢালছেন। যা ঠিক নয়, কেননা বিনিয়োগের জন্য সার্বিক অর্থনৈতিক চিত্রকে মাথায় রাখা দরকার।

তারা বলেন, অত্যধিক সুচক বৃদ্ধির ফলে যে কোন সময় বড় ধরনের পতনের আশংকা থেক যায়।তাই এখনি তাদের সতর্ক হওয়া দরকার’’।

এদিকে মঙ্গলবারও সূচক কমেছে ভারতের শেয়ারবাজারে। এদিন Sensex ইন্ডেক্স ৩২২.৩৯ পয়েন্ট কমে ২৭,৭৯৭.০১ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র- দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *