ভারত-শেয়ারবাজারে কর-বিল সংশোধনের প্রভাব

indiaস্টকমার্কেট ডেস্ক :

দেশটির মন্ত্রিসভায় পন্য পরিসেবা কর বিলে সংশোধনী অনুমোদন করায় ভারতের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এদিন ডলারের বিপরীতে রুপির বিনিময় মূল্য বেড়েছে।

টানা পাঁচ দিন পড়ার পর ঘুরে দাড়াল ভারতের শেয়ার বাজার।গতকাল সেনসেক্স আবারো ২৭ হাজার এবং নিফটি ৮,১০০ পয়েন্ট ছাড়িয়েছে।একই সঙ্গে এদিন আন্তর্জাতিক বাজারে রুপি শক্তিশালী হয়েছে।

বৃহস্পতিবার সেনসেক্স ৪১৬ পয়েন্ট উঠে অবস্থান করছে ২৭১২৬.৫৭ পয়েন্টে যদিও দিনের মধ্যে একাবার বিএসই উঠেছিল ২৭১৮০.৯২ পয়েন্টে।এদিকে নিফটি ১২৯.৫০ পয়েন্ট উঠে দিনের শেষে অবস্থান করছে ৮১৫৯.৩০ পয়েন্টে।

এদিকে গত কয়েকদিন ধরে রুপি ক্রমশ দুর্বল হয়ে ১৩ মাসে সর্বনিম্নে পৌঁছেছিল। এদিন রুপি ঘুরে দাঁড়ায়। রুপির মূল্য ৫০ পয়সা বেড়ে ডলারের বিনিময় মুল্য দাঁড়িয়েছে ৬১ রুপি ১১ পয়সা।

সূত্র- দি হিন্দু
স্টকমার্কিটবিডি.কম/তরি/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *