ভেজাল ও নিম্নমাণের পণ্য উৎপাদন বন্ধের ব্যাখ্যা চায় হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় প্রমাণিত ৫২টি প্রতিষ্ঠানের ভেজাল ও নিম্নমাণের পণ্য জব্দ এবং এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার ও উৎপাদন বন্ধে কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

বিএসটিআই ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদফতরের ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার নিচে নয় এমন দুই কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রবিবার (১২ মে) তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৯ মে) এ বিষয়ে এক রিটের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী শিহাব উদ্দিন খান।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *