মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা

jute-mil-20180109164904স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বকেয়া বেতন-মজুরি পরিশোধসহ অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের জন্য পে-কমিশনের ন্যায় একই তারিখ হতে মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের আওতাধীন ২৬টি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৮৫ হাজার শ্রমিক-কর্মচারীসহ পাট ও পাট শিল্প পুনরায় গভীর সংকটে নিমজ্জিত। শ্রমিক-কর্মচারীরা সময়মত তাদের মজুরি-বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে।

এ সময় তারা বিজেএমসির আওতাধীন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণাসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ২০ শতাংশ মহার্ঘভাতার অপরিশোধিত বকেয়া এককালীন পরিশোধ, উৎপাদন বিভাগের শ্রমিকদের আগের মতো ৫০২ নম্বর সার্কুলার অনুযায়ী মজুরি প্রদান, স্ব-স্ব পাটকলে সেট আপের অনুকূলে শূন্য পদের বিপরীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলী শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, অবসর ও চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পিএফ ও গ্রাচ্যুইটি পরিশোধ ইত্যাদি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন, কার্যকারি আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব মাহবুবুল আলম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *