মতিন স্পিনিং মিলস পিএলসির এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি এর ২০তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজিএমটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব মতিন স্পিনিং মিলস পিএলসির করেন চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, পরিচালক এম এ কাদের, পরিচালক তানজিন খুরশিদ, পরিচালক তাসলিমা বেগম, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুস
সালাম এফসিএ এফসিএস, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার শামছুল হাসান, এ কে এম ফজলুল হক, এফসিএ, পাটনার হোসাইন ফরহাদ এন্ড কোং, চাটাড একাউন্টস, হারুনর রশিদ এন্ড এসোসিয়েট, স্কুটাইনিজর এবং মোহাম্মাদ ইমারত হোসেন এফসিএ, এফসিএস চীফ ফাইনেন্সিয়াল অফিসার ।

উক্ত সভা পরিচালনা করেন কোম্পানির সচিব মোঃ শাহ আলম মিয়া, এফসিএস। এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত ৫০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *