মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি বাড়ছে

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্র গত মে মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তখন মনে করা হচ্ছিল, দেশটির তেল রপ্তানিতে ভাটা পড়বে। আর এর প্রভাব পড়বে জাতীয় আয়ে।

কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি না কমে দিন দিন বাড়ছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেম্মাতি এমনটাই দাবি করেছেন। তাঁর মতে, তেহরানের ওপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়েছে।

ইরান নিউজ ডেইলি ও পার্স টুডের খবরে জানানো হয়, গতকাল বুধবার ছিল ইরানের মন্ত্রিপরিষদের বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের আবদুল নাসের হেম্মাতি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন প্রতিরোধের চূড়াকে ছাড়িয়ে গেছে। তেল বিক্রি বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও তেল রপ্তানির প্রবণতা দিন দিন বেড়েছে। যুক্তরাষ্ট্র চাইলেও ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামেনি।’

হেম্মাতি বলেন, নিষেধাজ্ঞাকে ব্যবহার করে মার্কিনরা যা যা করা দরকার, তারা তা তা করলেও নিষেধাজ্ঞা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *