মার্জিনধারিদের তালিকা চায় ন্যাশনাল টি

NTCস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি সকল মার্চেন্ট ব্যাংক এবং ডিপোজিটরি অংশগ্রহণকারী ( DPS) কোম্পানির কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচ্যুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশ পাবেন না। এ লভ্যাংশ জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। আগামী আগস্ট ১২ , ২০১৫ এর মধ্যে lokman01716@yahoo.com এই ঠিকানায় মার্জিন ঋণধারীদের তালিকা পাঠাতে বলা হয়েছে। এছাড়া নগদ লভ্যাংশধারীদের তালিকার মূল কপি পাঠাতে বলা হয়েছে। ব্রোকারেজ হাউজগুলোকে তাদের চিঠিতে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *