মার্জিনধারীদের তথ্য চায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের বিনিফিসারি একাউন্ট (বিও), ১২ ডিজিটের ইটিআইএন আপডেট এবং ফলিও শেয়ারহোল্ডারদের ১২ ডিজিটের ইটিআইএন নাম্বার কোম্পানির শেয়ারবিভাগের নিকট ২০ আগস্টের মধ্যে জমার দেয়ার আহবান জানিয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের ইটিআইএন, ধারণকৃত শেয়ারেরর সংখ্যা, ফ্যাক্স নাম্বার, ইমেইল ঠিকানা, সনাম ও টেলিফোন নাম্বার ইত্যাদির বিস্তারিত তথ্য চেয়েছে।

এতে আরও আহবান জানানো হয়, আগামী ২৭ আগস্টের মধ্যে বেনিফিসারি নাম (ডিপি), ব্যাংকের নাম, ব্যাংক একাউন্ট নাম্বার ও রাউটিং নাম্বার প্রদান করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *