মার্জিনধারীদের তথ্য চায় ফারইস্ট লাইফ

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় বিমাটি।

আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই তালিকা fareast123share@gmail.com  ঠিকানায় কোম্পানির নিকট পাঠাতে সকল ব্রোকার হাউজ ও ডিপিদের বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *