মালয়েশিয়া এয়ারলাইন্সকে পুঁজিবাজার থেকে সরানোর পরিকল্পনা

malyasia-airlinesইন্টারন্যাশনাল স্টকডেস্ক : মালয়েশিয়া এয়ারলাইন্সকে পুঁজিবাজার থেকে সরানোর পরিকল্পনা করেছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানা ন্যাশনাল। ব্যবসায় নিজেদেরকে ঢেলে সাজানোর লক্ষ্যে এই পরিকল্পনা এঁটেছে তারা।

তারও আগে এয়ারলাইন্সকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রনে নিতে চায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানটি। বার্তাসংস্থা এপির বরাত দিয়ে শুক্রবার এবিসিনিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ শেয়ারের মালিক রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানা ন্যাশনাল। সংস্থাটি বলেছে, বর্তমান বাজার মূল্যের চেয়ে কিছু দামে বেশি হলেও তারা বেসরকারি শেয়ারগুলো কিনে নিতে চায়।

এতে আরও বলা হয়, সম্প্রতি মালয়েশিয়া এয়ারলাইন্সে দুটি বড় দুর্যোগ এয়ারলাইন্সকে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। খাজানা বলেছে, খুব শিগগিরই ‘পুরোপুরি ঢেলে সাজানো’ হবে তাদের কোম্পানিকে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহীসহ নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ বিমান। এরপর গত মাসের মাঝের দিকে ইউক্রেন-রাশিয়ার সীমান্ত দিয়ে নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়া যাওয়ার পথে এ এয়ারলাইন্সের এমএইচ ১৭ ফ্লাইটটি ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানের সব আরোহীসহ প্রায় ৩০০ জন নিহত হয়।

জানা যায়, এ উভয় দুর্ঘটনার সময়ই পুঁজিবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের। সে সময় কোম্পানিটি টিকে থাকার ব্যাপারে ‘অনিশ্চয়তার পথে’ রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *