আগষ্ট মাসে ডিএসইতে ৯.৬৬% লেনদেন বৃদ্ধি

dse

স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত আগষ্ট মাসে জুলাই মাসের চেয়ে ৯.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেনে শীর্ষ স্হানে ম্যানুফ্যাকচারিং খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত আগষ্টে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২ হাজার ৯৩৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। যা আগের জুলাই মাসে ছিল ৯ হাজার ৮২৭ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। এ হিসেবে সেখানে লেনদেন ৯.৬৬ শতাংশ বৃদ্ধি পায়।

গত আগস্টে ম্যানুফ্যাকচারিং খাতে লেনদেন হয়েছে ৭ হাজার ২৭৫ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। যা ডিএসসিতে মোট লেনদেনের ৫৬.২৫ শতাংশ। জুলাই মাসে সেখানে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬৬৮ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার।

দ্বিতীয় স্থানে সেবা ও বিবিধ খাতে ৩ হাজার ৫৯৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়েছে। যা ডিএসসিতে মোট লেনদেনের ২৭.৭৮ শতাংশ। জুলাই মাসে সেখানে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার।

তৃতীয় স্হানে আর্থিক খাতে ২ হাজার ৬৫ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়েছে। যা ডিএসসিতে মোট লেনদেনের ১৫.৯৭ শতাংশ। এর আগে জুলাই মাসে সেখানে লেনদেন হয়েছিল ১ হাজার ১৬৬ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার।

চতুর্থ স্হানে বন্ডে আগস্টে লেনদেন হয়েছে ৫৮ লাখ ১০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *