মিউচ্যুয়াল ফান্ডের এনএভি প্রকাশ

icbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আট মিউচুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

০৩ই মার্চ ২০১৫ তারিখের হিসাব অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট অ্যাসেট ভ্যালু ক্রয় মূল্য অনুসারে ২৩০.৯৪ টাকা আর বাজার মূল্য অনুসারে ১৬৩৮.৫৩ টাকা, দ্বিতীয় আইসিবির এনএভি ক্রয় মূল্য অনুসারে ১০২.১৭ টাকা এবং বাজার মূল্য অনুসারে ২৯৫.৪৬ টাকা, তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৭১.২৫ টাকা আর বাজার মূল্য অনুসারে ৩৫৭.২৮ টাকা।

এছাড়া চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৭৪.৭০ টাকা আর বাজার মূল্য অনুসারে ২৮৬.৩৪ টাকা, পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৫৯.৩০ টাকা আর বাজার মূল্য অনুসারে ২৪৪.১০ টাকা, ষষ্ঠটির ক্রয় মূল্য অনুসারে ২৭.২০ টাকা আর বাজার মূল্য অনুসারে ৫৯.০৬ টাকা, সপ্তমটির ক্রয় মূল্য অনুসারে ৩৯.০৩ টাকা আর বাজার মূল্য অনুসারে ১০৬.১৫ টাকা এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ৩৩.৫৫ টাকা আর বাজার মূল্য অনুসারে ৭০.৬৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *