মিথুন নিটিংয়ের সম্পদ বৃদ্ধি

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং স্থায়ী সম্পদ (ফিক্সড অ্যাসেটস)  বৃদ্ধি করেছে। একই সাথে কোম্পানিটির দুই সহযোগী প্রতিষ্ঠান টয়ো কম্পোজিটস নিট গার্মেন্টস ও পিওর কটন নিটওয়্যার লিমিটেডেরও সম্পদ  বৃদ্ধি করা হয়েছে।
গত ২৪ নভেম্বর কোম্পানির বোর্ড সভায় পুর্নমূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়,কোম্পানির একীভূতকরণের সময় থেকে কনসুলেটেড স্থায়ী সম্পদ ছিল ২৯ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৮১৮ টাকা; যা গত ৩০ জুন পর্যন্ত সময়ে ৮ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৪১১ টাকা ব্যায় হয়েছে।
কোম্পানিটির সম্পদ  বৃদ্ধির পর সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীতে ২০ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এই উদ্বৃত্ত কোম্পানির আয়কর এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালুর (এনএভি) সাথে ৭ টাকা ৬৬ পয়সা যোগ হবে। আলোচ্য সময়ে কোম্পানির ২ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৯৬৯টি শেয়ার বিচেবনায় রাখা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীতে স্থায়ী সম্পদের সঠিক তথ্য উপস্থাপনের উদ্দেশ্যে সম্পদ  বৃদ্ধি করেছে।
স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *