মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যুক্ত হল বেপজা

bepzaনিজস্ব প্রতিবেদক :

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভেতরে আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে সংশ্লিষ্ট দুই সরকারি কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বেজার চেয়ারম্যান পবন চৌধুরী ও বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান এমওইউতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের একহাজার ১৫০ একর জমি বেপজা পেয়েছে।

বেজা ৩০ হাজার একরের বেশি জমি নির্বাচন করেছে মিরসরাইতে, যেখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠান এর মধ্যেই এগিয়ে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *