মিসর থেকে আসছে বড় চালান, দাম কমবে পিয়াজের

piazস্টকমার্কেটবিডি ডেস্ক :

মাসখানেক সময় ধরে অস্থিতিশীল হয়ে আছে দেশের পিয়াজের বাজার। কখন কত দামে বিক্রি হচ্ছে তা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সকালের দাম পাল্টে যাচ্ছে বিকেলেই। আর দাম পরিবর্তনের ঝোঁকটা বরাবরই ঊর্ধ্বমুখী।

এক বাজারের সঙ্গে অন্য বাজার, এমনকি পাশাপাশি দোকানেও পিয়াজের দামে হেরফের চলছে। যে যেভাবে পারছে ক্রেতার পকেট কেটে নিচ্ছে। আর দামে এই সমন্বয়হীনতা খোদ ব্যবসায়ীরাও স্বীকার করছেন।

অথচ বাজারে স্থিতিশীলতা আনতে প্রশাসনিক উদ্যোগও চোখে পড়ার মতো নয়।

তবে আশার কথা হলো, মিসর থেকে আসছে পিয়াজের বড় চালান। ছয়-সাত দিনের মধ্যেই সেই চালান দেশে এলে কমবে পিয়াজের দাম।

ভোক্তা-ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পিয়াজের দাম নিয়ে নৈরাজ্য চললেও সরকার বাজারে দৃশ্যমান কোনো অভিযান পরিচালনা করতে পারছে না। নিয়মিত কঠোর অভিযান চললে পিয়াজের বাজার এতটা লাগামহীন হতো না।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *