মুম্বায় এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

sensexস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের শেষ দিনটিও ভালো গেল না শেয়ারবাজারে। শেষ দিনেও সপ্তাহ জুড়ে চলা সুচক পতনের ধাক্কা সামলে উঠতে পারেনি দেশটির শেয়ারবাজার। ফলে টানা চতুর্থ দিনের মত সুচক পতন ঘটলো বাজারে। অন্যদিকে উদ্বিগ্ন বিনিয়োগকারি গতকাল  মুম্বায় স্টক একচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন।

গতকাল দিনের শুরুতে নিফটি খোলার সময় দাম বেশ সবুজ থাকলেও পরে তা পড়তে শুরু করে। দিনের শেষে ৬৮ পয়েন্ট কমে এনএসই সুচক পৌঁছায় ৮,২২৪.১০ পয়েন্টে। অন্যদিকে বড় ধরনের পতন ঘটেছে সেনসেক্স ইন্ডেক্সে।

দিনশেষে সেনসেক্স ২৫১ পয়েন্ট নেমে ২৭,৩৫০.৬৮ পয়েন্টে অবস্থান করছে।এদিন মুলত তেল-গ্যাস,মুলধনী পন্য এবং রিয়েলিটি সংস্থার শেয়ার পড়তে দেখা গিয়েছে। মুলধন হারানোর আশংকায় উদ্বিগ্ন কিছু বিনিয়োগকারি এদিন মুম্বায় স্টক একচেঞ্জের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে।

সুত্র- দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *