মূলধন বাড়ানোর অনুমতি পেল সজিব নিটওয়্যার

bsecস্টকমার্কেট ডেস্ক :

স্বাভাবিক বাজার থেকে তালিকাচ্যুত কোম্পানি সজিব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্ট লিমিটেড মূলধন উত্তোলনের অনুমতি পেয়েছে। এ কোম্পানি ১০০ টাকা অভিহিত দরে ১২ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করে ১২ কোটি ৫০ লাখ টাকা শেয়ারবাজার থেকে সংগ্রহ করতে পারবে।

গতকাল নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির এ অনুমোদনের ফলে সজিব নিটওয়্যারের পরিশোধিত মূলধন বর্তমানের ৮ কোটি টাকা থেকে বেড়ে ২০ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হবে। কোম্পানির বর্তমান পরিচালক ও শেয়ারহোল্ডারদের কাছে নগদ টাকায় ওই শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মূলধন বাড়ানোর অনুমতি দেয়া হলেও তা কোন কাজে ব্যবহার হবে, সে বিষয়ে কমিশনের বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

৮ বছর ধরে লোকসানে থাকা ও ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *