মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে রিলায়েন্স গ্রুপ

Riliancনিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৭৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতের রিলায়েন্স গ্রুপের প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাক্ষরের জন্য অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারি জানান, ৭৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটির ইউনিটপ্রতি বিদ্যুতের মূল্য ধরা হয়েছে ৫ দশমিক ৮৫ টাকা। এ প্রকল্পে ২২ বছরে মোট খরচ হবে ৮০৯ কোটি ৪৫ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে রিলায়েন্স গ্রুপ সরকারের কাছে মেঘনাঘাট এলাকায় ৪০ একর জমি চেয়েছে। সরকারের পক্ষে এই জমি দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সূত্র আরও জানিয়েছে, প্রকল্পের অধীনে মহেশখালীতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির জন্য একটি ভাসমান টার্মিনাল নির্মাণ করবে রিলায়েন্স। এছাড়া মহেশখালী থেকে বাখরাবাদ গ্যাস সিস্টেম পর্যন্ত রিলায়েন্সের অর্থায়নে একটি পাইপলাইন নির্মাণ করবে বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। ওই পাইপলাইন দিয়ে এলএনজিকে গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা হবে।

সূত্র মতে, রিলায়েন্সের প্রস্তাবিত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি প্রয়োজন হবে। বাকি গ্যাস সরকার আন্তর্জাতিক বাজার দরে তাদের কাছ থেকে কিনে নেবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *