মেট্রোরেল আরো দৃশ্যমান করার সুপারিশ সংসদীয় কমিটির

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রোরেল প্রকল্পের কার্যক্রম আরো দৃশ্যমান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অগ্রাধিকার প্রকল্প হিসাবে মেট্রোরেলের কাজ নির্ধারিত সময়ে মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ রবিবার অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

এছাড়া যানজট নিরসনে রাজধানীকে পাশ কাটিয়ে ঢাকার পূর্ব দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ পয়েন্ট থেকে পশ্চিমে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়াপুর পর্যন্ত বাইপাস এলিভেটেডওয়ে নিমার্ণ প্রকল্পের কাজ অতিদ্রুত শুরু করার সুপারিশ করে কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মো. একাব্বর হোসেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, এ. কে. এম. এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, মিসেস লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *