মেলায় ৫ লাখ ৪০ হাজার করদাতার রিটার্ন দাখিল

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহব্যাপী আয়কর মেলা বুধবার শেষ হয়েছে। তবে মেলা শেষ হলেও আগামী ৩০ নবেম্বর পর্যন্ত কোনো ধরনের জরিমানা ছাড়াই করদাতারা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।

এছাড়া কর শনাক্তকরণ নম্বরসহ (ই-টিআইএন) অন্যান্য সেবা নেয়া যাবে। তবে ঐদিন সরকারি ছুটির দিন হওয়ায় (শনিবার) পরবর্তী খোলার দিন, অর্থাৎ ১ ডিসেম্বর জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারাদেশের কর আদায়ের হিসাব কষছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।

এদিকে, প্রতিবছরের ন্যায় এবারও রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করে এনবিআর। তবে জেলা শহরে চার দিন ও কিছু উপজেলায় দুই দিন করে এ মেলা অনুষ্ঠিত হয়।

বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মেলার শেষ দিনে করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ছয় দিনে আয়কর মেলায় ৫ লাখ ৪০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। ওই সময়ে আয়কর আদায় হয়েছে ২ হাজার ১৬ কোটি টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৬ হাজার ৮৩১ জন।

সব মিলিয়ে এ পর্যন্ত আয়কর মেলা থেকে সেবা নিয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৫৯২ জন। বুধবার মেলা প্রাঙ্গণে এসে এনবিআর চেয়ারম্যান বলেন, শেষ দিনে যতক্ষণ পর্যন্ত করদাতারা মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন, ততক্ষণ তাদের আয়কর রিটার্ন জমা নেয়া হবে। শেষ হিসেব পর্যন্ত কর আদায় ও সেবা গ্রহীতার সংখ্যা বাড়বে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *