মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০১৮-এর খসড়া অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি ডেস্ক :

মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০১৮-এর খসড়া অনুমোদন হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিসভায় এর অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাশেষে সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বর্তমানে বাংলাদেশে উৎপাদিত মোটরসাইকেল জিডিপিতে ০.৫ শতাংশ অবদান রাখছে। ২০২১ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা ২.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সেক্টরে এখন কাজ করছে ৫ লাখ মানুষ। ২০২৭ সালের মধ্যে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশে উৎপাদিত মোটরসাইকেলের পরিমাণ ৫ লাখ ও ২০২৭ সালের মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, রফতানি করার উদ্দেশ্যে দেশে ২৫০ সিসি মোটরসাইকেল উৎপাদন করা যাবে। রফতানি করা মোটরসাইকেলের ট্যাক্স নির্ধারণে এনবিআর নীতিমালা অনুসৃত হবে। এছাড়া ট্যাক্স নির্ধারণে একটি ট্যারিফ নীতিমালাও প্রণয়ন করা হবে। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *