মোবাইলে সিম ব্যবহারকারীর সংখ্যা কমছে : বিটিআরসি

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ সব মোবাইল ফোন অপারেটরের সংযোগ বা সিম সংখ্যা কমছে। বাড়ছে কেবল গ্রামীণফোনের। চারটি মোবাইল ফোন অপারেটরের মোট কার্যকর সিমের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি সাত লাখ ২৭ হাজারে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাসিক প্রতিবেদন অনুযাযী, মে মাসে গ্রামীণফোন ছাড়া বাকি তিন মোবাইল ফোন অপারেটরের কার্যকর সংযোগ বা সিম কমেছে।

রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহকদের হাতে সিমের সংখ্যা ১২ হাজার কমে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৫৭ হাজারে। এ নিয়ে টানা চার মাস গ্রাহক কমেছে অপারেটরটির। জানুয়ারি শেষে তাদের কার্যকর সংযোগ ছিল ৪৫ লাখ ৫৩ হাজার।

তবে মে মাসে গ্রামীণফোন নতুন ছয় লাখ ৮৬ হাজার সংযোগ বৃদ্ধি করেছে। মাস শেষে গ্রামীণফোনের মোট সংযোগ ছয় কোটি ৮৫ লাখ ৯৪ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চের শেষে রবির সংযোগ ছিল চার কোটি ৫৬ লাখ ৯ হাজার। পরের মাসেই সেটি নেমে আসে চার কোটি ৫২ লাখ ৫৮ হাজারে। এখন মে মাসের শেষে তা আরও কমে দাঁড়িয়েছে চার কোটি ৫০ লাখ ২৯ হাজারে। অর্থাৎ গ্রাহক বৃদ্ধির বদলে মাত্র দুই মাসের ব্যবধানে চার লাখ সংযোগ হারিয়েছে অপারেটরটি।

বাংলালিংকের কার্যকর সিমের সংখ্যা এপ্রিলের শেষে ছিল তিন কোটি ৩৪ লাখ তিন হাজার। এ থেকে নেমে গেছে তিন কোটি ৩৩ লাখ ৪৬ হাজারে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *