যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর ওষুধ রপ্তানি শুরু

beximcoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করছে ।  বৃহস্পতিবার থেকে শুরু হবে এ কার্যক্রম। বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএল আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বিপিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংসদ নাজমুল হাসান উপস্থিত থাকবেন।

দেশের ওষুধ রপ্তানিকারকদের মধ্যে বিপিএল অন্যতম বৃহৎ একটি কোম্পানি। এটি বর্তমানে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক ওষুধ উৎপাদন করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *